২৫০ বোতল ফেনসিডিল উদ্ধারের ঘটনায় মাদক মামলায় ঝিনাইদহের বাদল কুমার পালকে বিচারিক আদালতের দেয়া যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে সর্বোচ্চ আদালত ফেনসিডিলকে মাদক হিসেবে উল্লেখ করে তা পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির ভার্চুয়াল বেঞ্চ এ রায় দেন।
আরও পড়ুন: যাবজ্জীবন মানে ৩০ বছর সাজা: আপিল বিভাগ
১৯৯৭ সালে ২৫০ বোতল ফেনসিডিলসহ ঝিনাইদহ সদর উপজেলার বাদল পাল যশোর থেকে গ্রেপ্তার হন। ২০০০ সালে ওই মামলায় তার যাবজ্জীবন কারাদণ্ড হয়। রায়ের বিরুদ্ধে আপিল করলে হাইকোর্ট খালাস দেন বাদলকে। এরপর ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে যায় রাষ্ট্রপক্ষ। পরে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন বেঞ্চে ওই মামলার শুনানি হয়।
এ বিষয়ে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিত দেবনাথ বলেন, ফেনসিডিলের অন্যতম উপাদান কোডিন, যা মাদক হিসেবে স্বীকৃত। মঙ্গলবার সকালে আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বলেন, বাদলের যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকবে। আপিল বিভাগ একই সঙ্গে জানান, ফেনসিডিল মাদক। এই মাদক পরিবহন করা অবৈধ।
আরও পড়ুন: সপ্তাহে ৩ দিন চলবে ভার্চুয়াল আপিল বিভাগ
গত ১৯ জানুয়ারি আপিলের শুনানি শেষে ১ ফেব্রুয়ারি রায় ঘোষণার জন্য দিন ধার্য করেন। মঙ্গলবার আপিল বিভাগ হাইকোর্টের রায় বাতিল করে বিচারিক আদালতের রায় বহাল রাখার ঘোষণা দেন।
আর এই রায়ের মধ্য দিয়ে ফেনসিডিল সংক্রান্ত অনেক মামলার ভাগ্য নির্ধারণ হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।