মাদারীপুরের কালকিনিতে থানায় নিপীড়নের বিষয়ে বিরুদ্ধে অভিযোগ করায় চার বছরের শিশুর সামনে মা পাখি বেগমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
জানা যায়, সৌদি প্রবাসীর স্ত্রী বাড়িতে একা থাকায় মাঝরাতে প্রায়ই পাখির ঘরের চালে ঢিল ছুঁড়ে মারতেন অজ্ঞাতরা। বিষয়টি এলাকার মুরব্বিরদের জানালেও কোনো সুরাহা হয়নি।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।