মানিকগঞ্জে ধলেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে নিখোঁজের প্রায় ২৪ ঘণ্টা পর বাবা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার বায়রা খেয়াঘাট এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন জামালপুর গ্রামের ব্যবসায়ী মহিদুর রহমান (৫০) ও তার মেয়ে বায়রা উচ্চ বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী রাফা (১১)।
সিংগাইর উপজেলার বায়রা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান বলেন, বৃহস্পতিবার সকালে উদ্ধার কাজে নামেন স্থানীয়রা। সেসময় মাছ মারার বড় আকৃতির বড়শি দিয়ে নদীর দুপাশে থেকে টেনে আনার সময় মেয়ে রাফার পোশাকে আটকে যায়। এর কিছু পরই বাবা মহিদুরের লাশে বড়শি আটকে যায়। তখন তাকে উদ্ধার করা হয়।
লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বুধবার সকালে মেয়ে রাফাকে সাঁতার শেখাতে বাড়ির পাশের ধলেশ্বরী নদীতে নিয়ে যান বাবা মহিদুর রহমান। সাঁতার শেখার একপর্যায়ে বোতলের মুখ খুলে এর ভেতরে পানি ঢুকে রাফা পানিতে তলিয়ে যায়। এ সময় মেয়েকে উদ্ধার করতে গিয়ে বাবা মহিদুরও নিখোঁজ হন।
আরও পড়ুন: ধলেশ্বরী নদীতে সাঁতার শেখাতে গিয়ে মেয়ের সঙ্গে বাবাও নিখোঁজ