রাজধানীর শাহজাহানপুরের মালিবাগ রেলগেট এলাকায় ট্রেনে কাটা পড়ে রাসেল (২৫) নামে এক নির্মাণশ্রমিক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনায় তার বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
রবিবার (১২ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। সহকর্মীরা প্রথমে তাকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
সহকর্মী নাঈম জানান, রাসেল মালিবাগ রেলগেট এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণকাজ করছিলেন। কাজের সময় ট্রেনে কাটা পড়ে তিনি মারাত্মকভাবে আহত হন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মালিবাগ রেলগেট এলাকা থেকে ট্রেনে কাটা পড়ে আহত অবস্থায় ওই শ্রমিককে হাসপাতালে আনা হলে ভর্তি দেন চিকিৎসক। তার অবস্থা আশঙ্কাজনক।”
তিনি আরও জানান, ঘটনাটি রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে।