পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ ওরফে মো. সোহাগকে (৩৯) পাথর মেরে নির্মমভাবে হত্যার মামলার অন্যতম আসামি নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত ২টার দিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাব।
বিষয়টি নিশ্চিত করে র্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি বিশেষ দলের অভিযানে আসামি নান্নুকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, সোহাগকে নৃশংসভাবে হত্যার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। সেই ভিডিওতে সোহাগের মৃত্যু নিশ্চিত করতে যে চারজনকে ইট ও সিমেন্টের ব্লক দিয়ে আক্রমণ করতে দেখা গিয়েছিল, আসামি নান্নু তাদেরই একজন।
আরও পড়ুন: মিটফোর্ডে হাসপাতালের বাইরে যাওয়ার সুযোগ ছিল না আনসারদের: ডিজি
এ নিয়ে এ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া আসামির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আটজনে।
এর আগে, সর্বশেষ রবিবার (১৩ জুলাই) নেত্রকোনা থেকে সজিব ও রাজিব নামে দুই ভাইকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
গত ৯ জুলাই সন্ধ্যা ৬টার দিকে মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর গেট-সংলগ্ন রজনী ঘোষ লেনে পাকা রাস্তার ওপর একদল সোহাগকে এলোপাথাড়িভাবে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
ওই ঘটনায় পরের দিন ১০ জুলাই নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম বাদী হয়ে ১৯ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।