রাজধানীর মিরপুর-১০ ক্রসিংয়ের কাছে সোমবার (৬ নভেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কর্মকর্তা-কর্মচারীদের বহনকারী বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বিএনপি, জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী অবরোধের দ্বিতীয় দিনে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স (এফএসসিডি) সদর দপ্তর সূত্র জানায়, বিকাল সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা দোতলা বাসে আগুন দেয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, ফায়ার সার্ভিস ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই বাসের চালক ও তার হেলপার অগ্নিনির্বাপক যন্ত্র দিয়ে আগুন নিভিয়ে ফেলেন।
জানা গেছে, চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের জন্য দোতলা বাসটি ব্যবহার করা হতো। এটি ঢাবি কর্মীদের নামিয়ে দিয়ে ফিরে আসার সময় আক্রমণের মুখে পড়ে।