বকেয়া বেতনের দাবিতে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পোশাক শ্রমিকরা। এসময় পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যরা এগিয়ে এলে তাদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। সেনাবাহিনী ও পুলিশের দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা।
বৃহস্পতিবার সকালে কচুক্ষেত এলাকায় বিক্ষোভ শুরু করে চার থেকে পাঁচ হাজার পোশাক শ্রমিক। বিক্ষোভ চলাকালে সড়ক অবরোধ করায় ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়।
ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ ফয়সাল জানান, কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিতে রাজি হওয়ার পরও তারা বিক্ষোভ চালিয়ে যায়। বিক্ষোভকারীদের সরিয়ে দিতে গেলে পুলিশ ও সেনাসদস্যদের দিকে পাথর ছুড়ে মারতে থাকে তারা। এসময় দুই পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশ ও সেনাবাহিনীর দুটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
সকাল ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে গাড়ি দুটির আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনী ও পুলিশের গাড়ি দুটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
সকাল ১০টার দিকে সংঘর্ষ থেমে গেলে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ায় পরিস্থিতি শান্ত হয়ে আসে।