সিলেট কানাইঘাটের মুনতাহা হত্যাকাণ্ডের ঘটনায় চারজনের পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) সিলেট জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী মো. আবু জাহের বাদল পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।
বাদি পক্ষের আইনজীবী মো. আব্দুল খলিক হত্যাকাণ্ডে জড়িত চার আসামিকে সোমবার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে ৭ দিনের রিমান্ড চাওয়া হয়। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ সময় আসামি পক্ষের আইনজীবী শহিদুল আসলাম উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মুনতাহা হত্যাকাণ্ড: এক নারীসহ আরও ৩ জন আটক
কোর্ট ইন্সপেক্টর জামসেদ আলম বলেন, মামলাটি তদন্ত করছে কানাইঘাট থানা পুলিশ। অধিকতর তথ্য জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। হত্যাকাণ্ডে আর কেউ জড়িত আছে কিনা তা রিমান্ডের পর জানা যাবে।
এর আগে সোমবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে কানাইঘাট থেকে আসামিদের আদালতে আনা হয় বলে জানান তিনি।
এর আগে মুনতাহার বাবা শামীম আহমদ শনিবার (৯ নভেম্বর) কানাইঘাট থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেন। রবিবার (১০ নভেম্বর) লাশ উদ্ধারের পর সেটিকে হত্যা মামলা হিসেবে রেকর্ড করা হয়।