মুন্সীগঞ্জ টঙ্গীবাড়ীতে ক্ষমতাসীন দলের যুব সংগঠন যুবলীগ নেতার বিরুদ্ধে যুবদলের অপর এক নেতাকে গুলি ও ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে।
মঙ্গলবার উপজেলার বেশনালে এ ঘটনা ঘটে।
আহত মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি জিয়া সরকারকে (৪৫) সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের নোয়াদ্দা গ্রামের জেদ্দাল সরকারের ছেলে। টঙ্গীবাড়ি উপজেলার সেরজাবাদে সে ইট-বালু ব্যবসা করে।
ভুক্তভোগীর বড় ভাই বাবুল সরকার জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছোট ভাই যুবলীগ নেতা শিপন পাটোয়ারী তার মেয়েকে বেশনাল কালভার্টের পাশের একটি স্কুল থেকে নিতে যাওয়ার সময় একটি মাইক্রোবাসে করে জিয়াকে তুলে নিয়ে যায়।
আরও পড়ুন: সাতক্ষীরায় আ’লীগ নেতা গুলিবিদ্ধ, হাসপাতালে ভর্তি
তিনি আরও বলেন, নিজেকে গোয়েন্দা পুলিশের সদস্য পরিচয় দিয়ে যুবলীগের লোকজন জিয়াকে চেয়ারম্যান রিপনের বাড়ির কাছে আমঘাটা এলাকায় নিয়ে যায় এবং পায়ে গুলি করে ও ছুরিকাঘাত করে।
পুলিশ ও স্বজনরা জানায়, মঙ্গলবার টঙ্গীবাড়ি উপজেলার বেশনাল থেকে তাকে তুলে এনে পায়ে গুলি করে ও শরীরের বিভিন্নস্থানে কুপিয়ে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে আমঘাটায় ফেলে রাখে দুর্বৃত্তরা।
পরে পুলিশ তাকে উদ্ধার করে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় মোল্লাকান্দিতে উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
মোল্লাকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রিপন হোসেন পাটোয়ারী বলেন, ‘কে বা কারা কুপিয়েছে জানি না। তবে আমার ভাই এর সঙ্গে জড়িত না। তাছাড়া যাকে কুপিয়েছে সে মোল্লাকান্দি ইউনিয়ন যুবদলের সভাপতি। সে মুক্তারপুর এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশের দায়ের করা মামলার আসামি।’
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক ডা. সৈবাল বসাক জানান, তার শরীরের বিভিন্ন স্থানে ধারাল অস্ত্রের আঘাত রয়েছে। এছাড়া পায়ে দুটি গুলি করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আহত জিয়াকে ঢাকায় রেফার্ড করা হয়েছে।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারেকুজ্জামান বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে পুলিশি অভিযান চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) থান্দার খায়রুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আমরা তথ্য পেয়েছি ওই ব্যক্তিকে ডিবি পরিচয়ে উঠিয়ে নিয়ে যাওয়া হয়। পরে তাকে মারধর করে। ওই ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের কোপানোর চিহ্ন মিলেছে। পায়ে থেতলানো অংশে, কোপ হতে পারে আবার গুলিও হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: চট্টগ্রামে প্রতিপক্ষের হামলায় যুবলীগের ৩ নেতা গুলিবিদ্ধ