মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় মেঘনা নদীতে অভিযান চালিয়ে দেশিয় পিস্তল ও গুলিসহ আটজনকে আটক করেছে গুয়াগাছিয়ায় উপজেলা প্রশাসনও কোস্ট গার্ড। এসময় তিনটি ড্রেজার, তিনটি বাল্কহেড ও নগদ টাকাসহ বিভিন্ন ধরনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
বুধবার(২১ মে) দুপুরে উপজেলা পরিষদের হলরুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় উপজেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে জানান, মঙ্গলবার রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন রোধে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বালু উত্তোলনকালে ৩টি ড্রেজার, ৩টি বাল্কহেড জব্দসহ ৮ শ্রমিককে আটক করা হয়। এছাড়া তালহা নামের একটি ড্রেজারে তল্লাশি করে একটি দেশিয় পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৭টি মোবাইল ফোন, নগদ ২৫ হাজার ৮৬৬ টাকাও।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল গুয়াগাছিয়া সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন, নৌপথে ডাকাতিসহ নানা অপরাধ করে আসছে একটি সন্ত্রাসী গোষ্ঠী। ইতোমধ্যে একাধিকবার অভিযানে দেশিয় অস্ত্র, গুলিসহ নানা সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) মো. মামুন শরীফ বলেন, দীর্ঘদিন ধরে রাতের আধারে এই সন্ত্রাসী গোষ্ঠী অবৈধ বালু উত্তোলনসহ বিভিন্ন অপরাধ করে আসছে। তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান ছিল। আজকের অভিযানে জব্দকৃত ড্রেজারের মালিকদের বিরুদ্ধে নিয়মিত মামলা হবে। আটক শ্রমিক ও বাল্কহেডের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধী।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের ৮ দিনের মাথায় স্বামীকে খুন, স্ত্রী আটক
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম জানান, দীর্ঘদিন ধরে মেঘনায় অবৈধ বালু উত্তলসহ নদীতে সন্ত্রাসী কার্যক্রম করে আসছে একটি একটি মহল। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোস্টগার্ডের স্টেশন কমান্ডার জিএম তানজিমুল ইসলাম প্রমুখ।