মেট্রো রেলের টিকিটে কোনো মূল্য-সংযোজন কর (ভ্যাট) দেওয়া লাগবে না বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সোমবার (৬ জানুয়ারি) এক আদেশে এমন নির্দেশনা দেওয়া হয়েছে।
এতে বলা হয়, চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত মেট্রোরেলের ভাড়া থেকে কর মওকুফ করা হয়েছে। অবিলম্বেই এই আদেশ কার্যকর করা হবে।
মেট্রোরেলকে জনপ্রিয় ও ব্যয় সাশ্রয়ী করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে । আদেশে বলা হয়, ‘মেট্রোরেল বাংলাদেশের সর্বাধুনিক ও জনপ্রিয় গণপরিবহন; মেট্রোরেল যানজট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখিবার পাশাপাশি কর্মঘন্টা সাশ্রয়ে অগ্রনি ভূমিকা পালন করিতেছে। মেট্রোরেলকে অধিক জনপ্রিয় করিবার লক্ষ্যে ইহার যাতায়াত ব্যয় সাশ্রয়ী করা প্রয়োজন।’
এতে আরও বলা হয়, ‘দ্রুতগামী, নিরাপদ, সময় সাশ্রয়ী, পরিবেশবান্ধব ও দূরনিয়ন্ত্রিত অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর পরিবহণ ব্যবস্থা মেট্রোরেল সেবার ওপর আরোপণীয় মূল্য সংযোজন কর অব্যাহতি প্রদান করিল।’