মেট্রোরেলের আরও দুটি স্টেশন চালু হতে যাচ্ছে। উত্তরা সেন্টার ও মিরপুর-১০ স্টেশন যথাক্রমে ১৮ ফেব্রুয়ারি ও ১ মার্চ যাত্রীদের জন্য উন্মুক্ত হবে।
বৃহস্পতিবার মেট্রোরেলের উপ-প্রকল্প পরিচালক নাজমুল আহসান ভূইয়া এ তথ্য জানান।
এর আগে গত ২৫ জানুয়ারি ঢাকায় মেট্রোরেল সার্ভিস উদ্বোধনের প্রায় এক মাস পর মিরপুরের পল্লবী স্টেশন খুলে দেয় কর্তৃপক্ষ।
বর্তমানে, যাত্রীরা উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা এবং আগারগাঁও থেকে পল্লবী ব্যবহার করছেন।
উত্তরা উত্তর স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা এবং আগারগাঁও থেকে পল্লবী পর্যন্ত ভাড়া ৩০ টাকা নির্ধারণ করেছে সরকার।
ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর মতে, মতিঝিল পর্যন্ত রেল চলাচল শুরু হতে পারে ২০২৪ সালের শেষ নাগাদ এবং কমলাপুর ২০০৫ সালের মধ্যে।
২০২৪ সালের ডিসেম্বরের মধ্যে আগারগাঁও থেকে কমলাপুর রুটে ২৪টি ট্রেন দিয়ে মেট্রো রেল চলাচল শুরু করবে।
আরও পড়ুন: জুলাই মাসে ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলবে মেট্রোরেল