তিনি বলেন, ‘আমি পুরোপুরি একমত যে আজকের তরুণরা আমাদের দেশের সঠিক ভবিষ্যত নির্ধারণ করবে। আমাদের কেবল এটি নিশ্চিত করতে হবে যে তাদের উন্নতি করার সঠিক প্ল্যাটফর্ম রয়েছে।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে সৃষ্টিশীলতা, উদ্ভাবন, প্রতিযোগিতা, উৎসাহ ও সংযোগ হচ্ছে সমৃদ্ধির মূল মন্ত্র, যা জীবনে চলার পথকে মসৃণ করে।’
আরও পড়ুন: বঙ্গবন্ধুকে নিয়ে ইউনেস্কোর পুরস্কারে আমরা গর্বিত: পররাষ্ট্রমন্ত্রী
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সোমবার তরুণদের দক্ষতা উন্নয়নের প্ল্যাটফর্ম ‘ব্যাটেল অব মাইন্ডস-২০২০’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।
প্রতিযোগিতার ১৭তম আসরে চ্যাম্পিয়ন হয়েছে টাইম ট্রাভেলার্স।
ড. মোমেন বলেন, ব্যাটেল অব মাইন্ডসের মাধ্যমে শিক্ষার্থীরা যেমন তাদের মেধা প্রদর্শন করতে পারে, তেমনি প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে ভাবতে শেখে।
তিনি বলেন, ‘আগামীর জন্য নেতৃত্ব তৈরি করতে পুঁথিগত বিদ্যা এবং কর্পোরেট কর্মজীবনের মধ্যে মেলবন্ধন তৈরি করে এ প্ল্যাটফর্ম। এছাড়া প্ল্যাটফর্মটি কর্মসংস্থান তৈরিতে ভূমিকা রাখার মাধ্যমে বেকারত্বের সমাধানও নিশ্চিত করছে, যা বাংলাদেশ সরকারেরও অন্যতম প্রধান লক্ষ্য।’
‘রিইমেইজিন টুমুরো’ ছিল এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয়।
'জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড' বিজয়ীদের নাম মঙ্গলবার জানাবেন জয়
প্রতিযোগিতার বেশ কয়েকটি ধাপ উত্তীর্ণ হওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ), বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ‘টাইম ট্রাভেলার্স’ এ বছর চ্যাম্পিয়ন হয়েছে।
‘এ্যানিথিং ওয়ার্ক’ প্রথম রানার্সআপ এবং ‘গো ফর ইট’ দ্বিতীয় রানার্সআপ হয়েছে।
কয়েক মাস ধরে চলতে থাকা এ প্রতিযোগিতায় প্রায় দুই হাজার ৮০০ শিক্ষার্থী অংশ নেন। প্রশিক্ষণ এবং বেশ কয়েকটি প্রতিযোগিতামূলক ধাপের মাধ্যমে চূড়ান্ত পর্যায়ে সোমবার এ তিনটি দলকে বিজয়ী ঘোষণা করা হয়।
প্রতিযোগিতার বিষয়ে ব্রিটিশ আমেরিকান ট্যোবাকো (বিএটি) বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক শেহজাদ মুনীম বলেন, হাতে হাত ধরে সাফল্যের পথে এগিয়ে যাওয়াতে বিশ্বাস করে বিএটি বাংলাদেশ।
তিনি বলেন, ‘এটাই এ প্রতিষ্ঠানের মূলমন্ত্র। গত দেড় যুগের বেশি সময় ধরে ব্যাটেল অব মাইন্ড দেশজুড়ে কয়েক হাজার মেধাবী তরুণদের এমন একটি প্ল্যাটফর্ম প্রদান করেছে, যেখানে তারা বাস্তব জীবনের সমস্যা সমাধানে নিজেদের দক্ষতা প্রদর্শন করে আসছে।’
আরও পড়ুন: সুনীল অর্থনীতির জন্য কর্মপরিকল্পনা প্রস্তুত: পররাষ্ট্রমন্ত্রী
ব্রিটিশ আমেরিকান ট্যোব্যাকো বাংলাদেশ ২০০৪ সাল থেকে ব্যাটেল অব মাইন্ডস আয়োজন করছে।
এ বছর ১৭তম আসর ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত হয় এবং সেখানে দেশের ২৫ বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ৮০০ শিক্ষার্থী নিবন্ধন করে স্বতস্ফূর্ত অংশগ্রহণ করেন।