ইবি-কুষ্টিয়া, ০৯ সেপ্টেম্বর (ইউএনবি)- মেহেরপুরের গাংনী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়। বৃহস্পতিবার রাতে উপজেলার কাথুলী মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
মৃত তাসনিম জাহান উর্মি বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
ওই ছাত্রীর বাবা জানান, চার বছর আগে আশরাফুজ্জামান প্রিন্সের সঙ্গে তাসনিমের বিয়ে হয়। কিন্তু তার স্বামী মাদকাসক্ত হওয়ায় প্রায়ই তাকে নির্যাতন করতো।
আরও পড়ুন: ইবিতে ৫০ টাকায় কম্পিউটার বিক্রি!
তাসনিমের বাবা গোলাম কিবরিয়া জানান, ‘বৃহস্পতিবার রাতে প্রিন্সের বাবা ফোনে কল করে তাকে জানান উর্মী অসুস্থ হওয়ায় তাকে গাংনী স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।’
তিনি বলেন, ‘ তারা জানায় উর্মী ঘরের জানালার সঙ্গে ফাঁস দিয়েছে। আমি দ্রুত স্বাস্থ্য কমপ্লেক্সে এসে জানতে পারি উর্মী অনেক আগেই মারা গেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। আর এতে প্রমাণ করে যে তাকে নির্যাতন করে হত্যা করা হয়েছিল।’
আরও পড়ুন: ইবির জন্য প্রায় ১৬০ কোটি টাকা বরাদ্দ দিলো ইউজিসি
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, রাত ১০টার দিকে তাসনিমকে ঘরের সিলিং সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশিরা। পরে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। উর্মীর স্বামী প্রিন্স পালাতক রয়েছেন। এঘটনা সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত ইবি শিক্ষার্থীর মৃত্যু