বাজার কমিটি গঠনকে কেন্দ্র করে ঢাকার মোহাম্মদপুর কাঁচাবাজারের সভাপতি আবুল হোসেন ও তার ছোট ভাই মাহবুব হোসেন দুর্বৃত্তদের গুলিতে আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে শিয়া মসজিদ সংলগ্ন বাজার কমিটির কার্যালয়ে বসেছিলেন তারা। এ সময় মোটরসাইকেলে চড়ে আসা দুর্বৃত্তরা গুলি চালিয়ে পালিয়ে যায়।
তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন মার্কেটের ব্যবসায়ীরা। বর্তমানে সেখানেই তাদের চিকিৎসা চলছে।
হাসপাতাল সূত্র জানায়, সভাপতি আবুলের পায়ে এবং মাহবুবের পেছনে গুলি লেগেছে।
মোহাম্মদপুর থানার ডিউটি অফিসার শামীম রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি।