ময়মনসিংহে এবারের এইচএসসি পরীক্ষায় ৬৩ দশমিক ২২ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮২৬ জন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর সাড়ে ১১টায় বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের এক সংবাদ সম্মেলনে ফলাফল ঘোষণা করেন।
তিনি জানান, এবার ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ৭৭ হাজার ৬২১ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন। ফেল করেছে ২৮ হাজার ৫৫২ জন।
পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও এগিয়ে রয়েছে মেয়েরা। ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১০৯ জন এবং মেয়েরা পেয়েছে ২ হাজার ৭১৭ জন।
আরও পড়ুন: এইচএসসির ফলাফলে চমক দেখালো সিলেটের শিক্ষার্থীরা
গত বছর এই বোর্ডে পাসের হার ছিল শতকরা ৭০ দশমিক ৪৪ শতাংশ। এবার পাসের হার কমেছে ৭ দশমিক ২২ শতাংশ।
এবার আইসিটি ও ইংরেজিতে অকৃতকার্যের সংখ্যা বেড়ে যাওয়ায় পাশের হার কমেছে বলে জানান বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. আবু তাহের।
তিনি বলেন, এ ব্যাপারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে আমরা মতবিনিময় করব। যাতে ভালো করে পাঠদান করে পাশের হার বাড়ানো যায়। এ বিষয়ে শিক্ষকদের উচ্চতর প্রশিক্ষণ দিয়ে আরও দক্ষ করে তুলতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে সুপারিশ করা হবে।
ব্যক্তিগতভাবে বোর্ডের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানদের সঙ্গে এ নিয়ে আলোচনায় বসবেন বলেও জানান তিনি।
এছাড়াও ময়মনসিংহ বিভাগের ৪ জেলার মোট ২৯৫টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৫টি প্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে এবং ৪টি প্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছে।
আরও পড়ুন: বরিশালে বেড়েছে পাসের হার ও জিপিএ-৫