ময়মনসিংহের ধোবাউড়ায় প্রতিবেশীর গরু শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে ঝগড়ায় লাঠির আঘাতে মায়ের কোলে থাকা ৩ মাসের শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বিকালে ধোবাউড়া উপজেলার সানন্দখিলা গ্রামে ঘটনাটি ঘটে। এ ঘটনায় অভিযুক্ত এক নারীকে আটক করা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার সকালে উপজেলার বাঘবেড় ইউনিয়নের সানন্দখিলা গ্রামের দুলাল মিয়ার শিমগাছ খেয়ে ফেলে প্রতিবেশী রনি মিয়ার গরু। এ নিয়ে দুলাল মিয়ার স্ত্রী জায়েদা খাতুন প্রতিবেশী রনির বাড়িতে গিয়ে তার স্ত্রী রোজিনাকে গরু বেঁধে রাখতে বলে। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুলালের স্ত্রী জায়েদাকে কাঠ দিয়ে আঘাত করে রোজিনা।
আরও পড়ুন: জমি নিয়ে বিরোধ: ময়মনসিংহে প্রতিপক্ষের হাতে বাবা-ছেলে খুন
রক্তাক্ত অবস্থায় জায়েদা আরেক প্রতিবেশী মুর্শেদ আলীর বাড়িতে গিয়ে চিৎকার করে পড়ে যায়। ওই সময় মুর্শেদ আলীর স্ত্রী শিল্পী আক্তার তার তিন মাস বয়সী ছেলে ইছাককে নিয়ে ঘটনাটি থামাতে যান। সেখানেও রোজিনা আবারও জায়েদাকে আঘাত করতে গেলে একটি আঘাত মায়ের কোলে থাকা শিশু ইছাকের মাথায় লাগে।
গুরুতর অবস্থায় শিশু ইছাক ও জায়েদাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অবস্থার অবনতি হলে
ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে শিশু ইছাক মারা যায়।
এ ঘটনায় জায়েদার স্বামী দুলাল মিয়া বাদি হয়ে রোজিনা ও তার স্বামী রনি মিয়ার বিরুদ্ধে বুধবার রাতেই ধোবাউড়া থানায় মামলা করেন।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টিপু সুলতান বলেন, মামলার প্রধান আসামি রোজিনা খাতুনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
আরও পড়ুন:ময়মনসিংহে ছেলের বিরুদ্ধে বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ