গত সোমবার দুপুরে বাংলাদেশ পুলিশ পরিচালিত ৯৯৯ নম্বরে হাবিব (২৩) নামে একজন কলার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে ফোন করে জানান, তিনি বগুড়ায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তিনি বগুড়া যাওয়ার উদ্দেশে গোবিন্দগঞ্জ থেকে লাবু পরিবহণের একটি বাসে উঠেছিলেন। পথিমধ্যে এক জায়গায় বাসটি যাত্রী নেয়ার জন্য কিছুক্ষণ দাঁড়ালে তিনি টয়লেটে যান। টয়লেট থেকে ফিরে এসে দেখেন বাসটি তাকে ফেলে চলে গেছে। বাসটিতে তার অফিসের কম্পিউটারসহ অন্যান্য প্রয়োজনীয় মালপত্র ছিল। পরে কোনো উপায় না পেয়ে তিনি ৯৯৯ এ ফোন করেন।
ঘটনা জেনে তাৎক্ষনিকভাবে কলারের সাথে বগুড়া সদর থানার ডিউটি অফিসারের কথা বলিয়ে দেয় ৯৯৯। সংবাদ পেয়ে অবিলম্বে বগুড়া সদর থানার একটি দল রওনা দেয় এবং সদরের প্রবেশমুখে বাসটির জন্য অপেক্ষা করতে থাকে।
বিকেল চারটায় বগুড়া সদর থানার এএসআই ইলিয়াস ৯৯৯ কে ফোনে জানান তিনি বাসটি খুঁজে পেয়েছেন এবং কলারের কম্পিউটারসহ অন্যান্য সব মালামাল উদ্ধার করেছেন। কলারের সাথে তার যোগাযোগ হয়েছে এবং সে বগুড়া পৌঁছালে তাকে মালামাল বুঝিয়ে দেয়া হবে।
পরে ৯৯৯ থেকে কলারের সাথে যোগাযোগ করা হলে তিনি তার কম্পিউটার ও মালপত্র বুঝে পাওয়ার কথা জানান।
দ্রুত ব্যবস্থা নেয়ায় ৯৯৯ কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান হাবিব।