রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুলাল হোসেন নামে পয়ষট্টি বছর বয়সী এক ব্যক্তির করোনা শনাক্ত করা হয়েছে। চলতি বছরে এই প্রথম রংপুরে করোনা শনাক্ত হলো তার।
বৃহস্পতিবার বিকালে তার নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ আসে। বর্তমানে তিনি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি আছেন।
তার বাড়ি নগরীর জলকর এলাকায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল বুধবার তিনি জ্বর নিয়ে হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন। নমুনা নিয়ে রেপিড এন্টিজেন্ট পরীক্ষা করার পরে বৃহস্পতিবার পজিটিভ আসে। তার শারীরিক অবস্থা ভালো রয়েছে বলেও জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল আশিকুর রহমান বলেন, আমাকে জানানো হয়েছে এক ব্যক্তির শরীরে করোনার উপসর্গ পাওয়া গেছে। আমি তাকে আইসোলেশনে রাখার নির্দেশনা দিয়েছি।