ভোর থেকে বৃষ্টির কারণে রাজধানীতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।
বৃষ্টির কারণে সড়কে গণপরিবহনের উপস্থিতি কম থাকায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের গন্তব্যে পৌঁছাতে বেশ বেগ পেতে হয়েছে। মালিবাগ, শান্তিনগর, মগবাজারসহ গুরুত্বপূর্ণ এলাকায় সড়কে পানি জমে পরিস্থিতি আরও জটিল করে তোলে।