রাজধানীর পূর্ব রাজাবাজারে প্রাইভেটকারের ধাক্কায় এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে দুর্ঘটনাটি ঘটে।
মফিজুল ইসলাম নামে ওই ভবনের এক বাসিন্দার সাদা রঙের গাড়ির ধাক্কায় নিহত হন ফজলু মিয়া। প্রাথমিকভাবে জানা গেছে, গাড়ির ধাক্কায় গেটের একাংশ ভেঙে পড়ে ফজলু গুরুতর আহত হন।
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ফজলুকে মৃত ঘোষণা করা হয়। পরে তার লাশের ময়নাতদন্ত করা হয়েছে।
আরও পড়ুন: দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু, আহত ৮
মফিজুল ইসলামের বয়স ৫৫ থেকে ৬০ বছরের মধ্যে হবে বলে জানা গেছে।
পরস্পরবিরোধী বক্তব্যে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক ডা. শফিউর রহমান বলেন, ‘এ বিষয়ে আমি কিছুই জানি না। আমাকে কেউ বলেনি। দুর্ঘটনা ঘটলে তবেই আমাকে জানানো হবে।’
এসআই আনোয়ার হোসেন জানান, ফজলুর বড় বোন মিনারা বাদী হয়ে গাড়ির মালিক মফিজুল ইসলামকে আসামি করে শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুন: সিলেটে জুন মাসে ২৭টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত