রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক ৪ হাজার ৬১৫টি মামলা তুলে নেওয়ার সুপারিশ করেছে আইন মন্ত্রণালয়ের গঠিত কমিটি।
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের নেতৃত্বে এই কমিটি মামলা মূল্যায়ন এবং তা প্রত্যাহারের যোগ্যতা নির্ধারণে ছয়টি বৈঠক করেছে।
বৃহস্পতিবার (৬ মার্চ) আইন মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার তার ১৫ বছরের শাসনামলে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বা প্রতিপক্ষকে হয়রানি করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে অসংখ্য মামলা দায়ের করেছে।
গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকার এ ধরনের মামলা প্রত্যাহার করে ন্যায়বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেয়।
এই পদক্ষেপটি আইনের শাসন সমুন্নত রাখা এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত আইনি পদক্ষেপগুলো সংশোধন করার বৃহত্তর প্রতিশ্রুতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
রাজনৈতিক মামলাগুলোর পর্যালোচনা প্রক্রিয়া অব্যাহত রয়েছে। কমিটি এ সংক্রান্ত আরও সুপারিশ করবে বলে আশা করা হচ্ছে।