রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কাশিমপুর এলাকা থেকে সন্দেহভাজন অস্ত্র ব্যবসায়ীকে অস্ত্রসহ আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। রবিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক রবিউল ইসলাম (২৫) চাঁপাইনবাবগঞ্জ সদরের তাহেরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: বগুড়ায় অস্ত্র উদ্ধার, একাধিক মামলার আসামি গ্রেপ্তার
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে সিপিসি-২, নাটোর ক্যাম্পের র্যাব সদস্যরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার বালিয়াঘাট্টা কাশিমপুর এলাকায় অধিনায়ক র্যাব-৫ রাজশাহী লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ারের নেতৃত্বে একটি অবৈধ অস্ত্র বিরোধী অভিযান পরিচালনা করে। এই সময় তিনটি বিদেশি পিস্তল, সাত ম্যাগাজিন, ১৯ রাউন্ড গুলিসহ রবিউল ইসলামকে আটক করা হয়।
আরও পড়ুন: ফরিদপুরে গ্রেপ্তার ৭, অস্ত্র ও মাদক জব্দ
আটকের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।