রাষ্ট্রদ্রোহ মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র এবং সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) মফিজুল হক ভূঁইয়া জানান, বৃহস্পতিবার (২ জানুয়ারি) শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ সাইফুল ইসলাম এ আদেশ দেন।
এর আগে সকাল পৌনে ৯টার দিকে চিন্ময়ের জামিন শুনানিতে অংশ নিতে সুপ্রিম কোর্টের ১১জন আইনজীবীর একটি দল চট্টগ্রামে যান।
নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে আদালতের আশপাশে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীসহ অতিরিক্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।
নির্ধারিত সূচি অনুযায়ী আদালত আজ শুনানি করে চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেন।
এছাড়া নথি দেখিয়ে বিচারপ্রার্থীদের আদালতে প্রবেশের অনুমতি দেওয়া হয়।
গত ৩ ডিসেম্বর আসামিপক্ষের আইনজীবী অনুপস্থিত থাকায় রাষ্ট্রপক্ষ সময় চাইলে মামলার পরবর্তী শুনানির জন্য ২ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।
আরও পড়ুন: চিন্ময় কাণ্ডে সুচিন্তা ফাউন্ডেশন নেত্রীসহ ২৯ জনের নামে মামলা
গত বছরের ২৫ অক্টোবর চিন্ময় কৃষ্ণ দাসের নেতৃত্বে চট্টগ্রামে সনাতনী সম্প্রদায়ের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়।
৩১ অক্টোবর জাতীয় পতাকা নামানোর অভিযোগে চিন্ময়সহ ১৯ জনের বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা দায়ের করা হয়।
রাষ্ট্রদ্রোহ মামলায় ২৫ নভেম্বর ঢাকায় গ্রেপ্তার চিন্ময়ের নেতৃত্বে রংপুরে আরেকটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম আদালত চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে আদালত চত্বরে তার অনুসারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
সংঘর্ষের এক পর্যায়ে আদালত প্রাঙ্গণের বাইরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করা হয়।
আইনজীবী খুনের ঘটনায় চিন্ময় ও অন্যান্যদের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে চিন্ময়কাণ্ডে গ্রেপ্তার ৮ আসামি ফের ৫ দিন রিমান্ডে