ঢাকা, ২৮ এপ্রিল (ইউএনবি)- রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে মঙ্গলবার বঙ্গভবনে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের বিদায়ী রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন এইচএম আল-মুতাইরি।
বৈঠক শেষে রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের ব্রিফ করেন।
আবদুল হামিদ রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার মেয়াদ সফলভাবে সম্পন্ন করার জন্য অভিনন্দন জানান।
বাংলাদেশ ও সৌদি আরবের মাঝে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপ্রধান বলেন, দুদেশের মধ্যে অত্যন্ত চমৎকার দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে। ভবিষ্যতে এ সম্পর্ক আরও শক্তিশালী হবে।
সৌদি বাদশা ও দুই পবিত্র মসজিদের জিম্মাদার সালমান বিন আবদুল আজিজ আল সৌদ এবং যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদকে অভিনন্দন জানান রাষ্ট্রপতি।
সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে তার দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানান।
দুদেশের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিরা অবদান রাখছে।
বৈঠকে বঙ্গভবনের সচিবরা উপস্থিত ছিলেন।