রাষ্ট্রীয় পাটকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবিতে এবং পাটকল শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে গণতান্ত্রিক বাম জোটের মিছিলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তির ঘটনা ঘটেছে।
সোমবার শাহবাগ এলাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে মিছিলটি ব্যারিকেড ভেঙে ফার্মগেইটের দিকে অগ্রসর হতে চাইলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বাম জোটের কর্মীরা।
প্রসঙ্গত, ধারাবাহিকভাবে লোকসানে থাকা দেশের রাষ্ট্রায়ত্ত ২৬টি পাটকল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত গত ১ জুলাই থেকে কার্যকর হয়।
তবে পাটকলগুলো পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় আধুনিকায়ন করে ছয় মাসের মধ্যে নতুন করে চালু করার কথা বলা হয়েছিল।কিন্তু এক্ষেত্রে কোনো বিনিয়োগকারী এখনো এগিয়ে আসেনি।