বান্দরবানের রুমা ও থানচি এলাকায় সশস্ত্র হামলা ও ব্যাংক ডাকাতির ঘটনায় সরকারের সক্রিয় প্রতিক্রিয়ার কথা নিশ্চিত করে জঙ্গি সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টকে (কেএনএফ) দায়ী করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার(৩ এপ্রিল) মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী হামলাকারীদের কার্যক্রম সহজতর করতে স্থানীয় বিদ্যুৎ বিঘ্নসহ তাদের কৌশলের বিস্তারিত তুলে ধরেন।
ঘটনার সময়, কেএনএফ সদস্যরা পুলিশ কনস্টেবল, ব্যাংক গার্ড এবং আনসার সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়। পুলিশ সদস্যরা তারাবিহ নামাজে থাকার সময় একজন ব্যাংক ম্যানেজারকে অপহরণ করে এবং একটি ব্যাংকের ভল্ট ভাঙে। যদিও লুট করা অর্থের সঠিক পরিমাণ অনিশ্চিত রয়ে গেছে।
আরও পড়ুন: সাভারে ডাকাতি, হাত-পা বেঁধে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ মালামাল লুট
স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, আরও তথ্য সংগ্রহ ও পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। প্রয়োজনে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে সেনাবাহিনীর সম্ভাব্য সম্পৃক্ততার কথা উল্লেখ করেন তিনি।
জঙ্গি হুমকি মোকাবিলার পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যা বন্ধের লক্ষ্যে ভারতের সঙ্গে চলমান আলোচনা নিয়েও কথা বলেন। তিনি স্বীকার করেন যে উভয় দেশের অবৈধ কার্যকলাপে জড়িত নাগরিকরা প্রায়শই এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকেন। আলোচনায় হতাহত ঠেকাতে প্রাণঘাতী নয় এমন পদ্ধতি ব্যবহার করার সম্ভাবনা রয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে জঙ্গিবাদের উত্থান নিয়ে উদ্বেগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকারের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই, তবে এ বিষয়ে হাইকোর্টের নির্দেশনা মেনে চলবে।
আরও পড়ুন: বান্দরবানে সোনালী ব্যাংক শাখায় সশস্ত্র ডাকাতি, ম্যানেজার অপহৃত ও দেড় কোটি টাকা লুট