দীর্ঘ প্রায় এক বছর বন্ধ থাকার পর বান্দরবানের থামছি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের সই করা এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের আদেশ জারি করা হয়।
এর ফলে রুমা উপজেলার মুনলাই পাড়া ও বগালেক এবং থানচি উপজেলার তিন্দু ও তামাতুঙ্গী পর্যটন কেন্দ্র পর্যন্ত পর্যটকরা ভ্রমণ করতে পারবেন। পরিস্থিতির আরও উন্নতি হলে ঐ দুটি উপজেলার সকল পর্যটন কেন্দ্র ভ্রমণ উন্মুক্ত করা হবে।
সেনাবাহিনী সূত্র জানায়, ঐ দুইটি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, পর্যটন ব্যবসার প্রসার এবং স্থানীয় জনগণের জীবন যাত্রার মান উন্নয়নে পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য জেলা প্রশাসনকে সুপারিশ করা হয়েছে।
এর আগে এলাকায় সশস্ত্র সংগঠনের অপহরণসহ অনৈতিক কাজের কারণে সেনাবাহিনীর চলমান অভিযান অব্যাহত থাকায় রুমা ও থানছি উপজেলায় পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।
আরও পড়ুন: বান্দরবানে রাবার বাগান থেকে ২৬ শ্রমিককে অপহরণ, মুক্তিপণ দাবি
এদিকে ঈদুল আজহার পূর্বে পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে ইতিবাচক মনোভাব পরিলক্ষিত হচ্ছে। পর্যটন ব্যবসায়ীরা জানান এ নিষেধাজ্ঞা প্রত্যাহারের কারণে বান্দরবানের ঈদের বন্ধে বিপুল সংখ্যক পর্যটক ভ্রমণে আসবেন।
এদিকে পর্যটক ভ্রমনে নিষেধাজ্ঞা প্রত্যাহার বিষয়ে স্থানীয় বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রতিদের নিয়ে পৃথক দুটি সভা আজ সকালে অনুষ্ঠিত হয়েছে।
থানচি উপজেলার বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম এতে সভাপতিত্ব করেন।
অপর দিকেরুমা সেনা জোনের উপঅধিনায়ক মেজর মেহেদী সরকারের সভাপতিত্বে ৩৬ বীর রুমা সেনা জোন সদরে পৃথক একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তারা বলেন, এলাকার শান্তি শৃঙ্খলা রক্ষায় স্থানীয় বাসিন্দাদের দায়িত্ব নিতে হবে। পর্যটকের আগমণের কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে সকল উপজেলার পর্যটন স্পটগুলো পর্যায়ক্রমে খুলে দেওয়া হবে। তাই পর্যটকের নিরাপত্তার ব্যাপারে বিশেষ করে গাড়ির ড্রাইভার, মোটরবাইক ড্রাইভার ও গাইডের সতর্ক থাকতে হবে।
পড়ুন: বান্দরবানের মিরিঞ্জা ভ্যালি ভ্রমণ: ঘুরে আসুন দ্বিতীয় সাজেক
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জঙ্গি ও কেএনএফের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানকালে ২০২২ সালে ১৭ অক্টোবর রুমা, থানচি ও রোয়াংছড়ি উপজেলায় পর্যটন স্থানগুলোতে পর্যটক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করে জেলা প্রশাসন।
পরবর্তীতে রোয়াংছড়ি উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও থানছি এবং রুমা উপজেলায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি।