ঝিনাইদহে র্যাব পরিচয় দিয়ে একটি সিগারেট কোম্পানির অন্তত দেড় কোটি টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে গাড়ির চালকের সাহসিকতায় রবিউল ইসলাম নামে এক ছিনতাইকারী ধরা পড়েছে।
সদর উপজেলার নারিকেলবাড়িয়ো সড়কে শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির সদস্যরা ছিনতাইকারীকে আটক করে নিয়ে যায়।
আরও পড়ুন: গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত
ঘটনার বর্ণনা দিয়ে সিগারেট কোম্পানির সুপারভাইজার আরমান হোসেন জানান, বিভিন্ন পয়েন্ট থেকে টাকা সংগ্রহ করে তারা ঝিনাইদহ শহরে যাচ্ছিলেন। পথিমধ্যে সদর উপজেলার যাত্রাপুর সড়কের একটি ফাঁকা জায়গায় পৌঁছালে র্যাবের পোশাক পরা একদল দুর্বৃত্ত তাদের মাইক্রোবাসটি থামানোর চেষ্টা করে। এ সময় গাড়িচালক সামনের জনাকীর্ণ দোকানে থামবেন বলে জানালে দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে মাইক্রোবাসের সামনে ব্যারিকেড সৃষ্টি করে। তারপর গাড়ির পেছনে রাখা তিনটি ব্যাগ নিয়ে দুই ছিনতাইকারী নিয়ে পালিয়ে যায়। আরেকজন অপর ব্যাগটি নিয়ে পালানোর সময় ড্রাইভার তাকে জাপটে ধরে চিৎকার করেন। এ সময় স্থানীয়রা ছুটে এসে ছিনতাইকারী রবিউলকে গণপিটুনি দিতে থাকেন।
খবর পেয়ে নলডাঙ্গা পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা এসআই মোজলেম তালুকদার ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। পরে তাকে সদর থানায় সোপর্দ করা হয়।
আরও পড়ুন: সিরাজগঞ্জে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই, গ্রেপ্তার ৩
বিষয়টি নিশ্চিত করে এসআই মোজলেম তালুকদার বলেন, ‘রবিউল নামে এক ছিনতাইকারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়েছে।’
রবিউল কুলবাড়িয়া গ্রামের মহিউদ্দীনের ছেলে বলে জানিয়ে তিনি বলেন, ‘গাড়ি ও ছিনতাইকৃত টাকা মিজানুর রহমান মাসুম নামে এক ব্যাসায়ীর। তিনি ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।’