লক্ষ্মীপুরে পিকআপ গাড়ির সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রাকিব নামের এক যাত্রী নিহত হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকালে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের জনকল্যাণ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় তসলিম নামে আরেক যাত্রী আহত হন। বর্তমানে তিনি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
নিহত রাকিব পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের অদুমিয়ার ছেলে এবং আহত তসলিম ৪ নম্বরওয়ার্ডের আতর আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র অনুযায়ী, জনকল্যাণ সড়ক থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা মজুচৌধুরীর হাট সড়কে ওঠে। এ সময় বাসটার্মিনাল থেকে ছেড়ে আসা মজুচৌধুরীর হাটমুখী একটি পিক-আপ গাড়ি অটোরিকশাটিকে চাপা দেয়।
এতে অটোরিকশার যাত্রী রাকিব ঘটনাস্থলেই মারা যায়। এ সময় স্থানীয়রা তসলিম নামে আরেক যাত্রীকে আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পিকআপটি আটক করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বলেন, সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। পিক-আপ গাড়িটি জব্দ করা হয়েছে। চালক পালিয়ে গেছেন বলে জানান তিনি।