লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৩জন বাংলাদেশি।
দেশটির রাজধানী ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা এবং আর্ন্তজাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় মঙ্গলবার (২৮ নভেম্বর) ভোর ৫টায় বুরাক এয়ার (ইউজেড ০২২২) এর চাটার্ড ফ্লাইটে দেশে ফেরেন ওই ১৪৩ বাংলাদেশিরা।
তারা সবাই ত্রিপোলির আইনজেরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন।
তাদের বহনকার বিমানটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইওএমের কর্মকর্তারা তাদের অভ্যর্থনা জানান।
এসময় আইওএমের পক্ষ থেকে তাদের প্রত্যেককে পকেটমানি হিসেবে ৫ হাজার ৮৯৬ টাকা এবং কিছু খাবার দেওয়া হয়।
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় ও ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টায় এবং আইওএমের আর্থিক সহযোগিতায় লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান।
এর ধারাবহিকতায় আগামী ২৯ নভেম্বর ও ৫ ডিসেম্বর আরও ৩৭৩ জন বাংলাদেশি লিবিয়া থেকে বাংলাদেশে ফিরবেন।