ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্রাজুয়েট বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ মে) সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাতটি বিভাগীয় পর্যায়ের সরকারি বিশ্ববিদ্যালয়ে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগীয় কেন্দ্র হিসেবে শাবিপ্রবির পাঁচটি একাডেমিক ভবনে ভর্তি পরীক্ষার ব্যবস্থা করা হয়।
আরও পড়ুন: গবেষণা দক্ষতায় ডিনস অ্যাওয়ার্ড পেলেন শাবিপ্রবির ৪ শিক্ষক
শাবিপ্রবি কেন্দ্রের একাধিক সমন্বয়ক জানান, বৃহস্পতিবারের ভর্তি পরীক্ষায় তিন হাজার ৪৯ জন পরীক্ষার্থীর মাঝে উপস্থিত ছিল দুই হাজার ৮০০ জন।
এছাড়া ভর্তি পরীক্ষায় সর্বমোট উপস্থিতির হার ছিল ৯১ দশমিক ৮৩ শতাংশ।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন শাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সব ধরনের নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ক্যাম্পাস ও ক্যাম্পাসের আশেপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারি রয়েছে।
এছাড়া সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা পরিচালনায় শাবিপ্রবির শিক্ষক-কর্মকর্তারা একযোগে কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি।
২০২১ সালে করোনার প্রাদুর্ভাবের ফলে রাজধানীর বাইরে দেশের সাতটি বিভাগীয় শহরে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোতে ঢাবির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ ধারাবাহিকতায় ২০২২ সালের পর এ বছরও শাবিপ্রবির ক্যাম্পাসে অনুষ্ঠিত হচ্ছে এই ভর্তি পরীক্ষা।
এদিকে শনিবার (১৩ মে) ব্যবসায় শিক্ষা ইউনিটে ৪৫৭ জন শিক্ষার্থীর শাবিপ্রবির ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার মাধ্যমে শেষ হবে এ বছরের ভর্তি পরীক্ষা।
আরও পড়ুন: শাবিপ্রবির প্রথম নারী কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন