রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো বিভাগে শনিবার বিকালে অগ্নিকাণ্ডের পর ফ্লাইট চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, শনিবার (১৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে আগুন লাগার পর থেকেই বিমানবন্দরে সব ধরনের উড্ডয়ন ও অবতরণ স্থগিত রাখা হয়েছে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, আগুন লেগেছে মূল কার্গো এলাকার পাশে থাকা একটি অংশে, যেখানে আমদানি করা পণ্য মজুদ রাখা হয়।
তিনি আরও জানান, সেনাবাহিনী ও বিমানবাহিনী ইতিমধ্যে ফায়ার সার্ভিসের সঙ্গে যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, পাশাপাশি অতিরিক্ত ১২টি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।