হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে তিন হাজার পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ (এএপি)।
আটক ফরিদ মিয়া (৩৮) কক্সবাজারের টেকনাফের বাসিন্দা।
বৃহস্পতিবার সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে সরকারি পার্কিং এলাকার পাশে একটি কোমল পানীয়ের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
বিমানবন্দরে কর্মরত এএপি ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জিয়াউল হক বলেন, গোপন তথ্যের ভিত্তিতে এএএপির গোয়েন্দা দলের সদস্যরা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) একটি অপারেশনাল দল সকাল থেকেই বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে নজরদারি শুরু করে।
একপর্যায়ে সকাল ১০টার দিকে ফরিদ মিয়াকে সেখানে থাকতে দেখা যায় এবং তাকে অস্থির ও সন্দেহজনকভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর এএএপি ব্যাটালিয়নের গোয়েন্দা দল তাকে আটক করে বিমানবন্দরে তাদের অফিসে নিয়ে আসে।
আরও পড়ুন: চট্টগ্রামে বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৯ কেজি স্বর্ণ জব্দ, আটক ৪
জিজ্ঞাসাবাদের শুরুতে গ্রেপ্তার ব্যক্তি অস্বীকার করলেও এক পর্যায়ে সে ইয়াবা বড়ি বহনের কথা স্বীকার করে। এরপর তাকে তল্লাশি করে তার কাছে থাকা একটি কালো রঙের ব্যাগ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে মেয়ে সংক্রান্ত বিরোধ: ব্লেডের আঘাতে ৩ সহপাঠী আহত, আটক ১