রাজধানীর শাহবাগে 'পুলিশের কাজে বাধা' ও 'ভাঙচুরের' অভিযোগে কোটা সংস্কার আন্দোলনকারীদের বিরুদ্ধে শাহবাগ থানায় মামলা হয়েছে।
শুক্রবার (১২ জুলাই) রাতে রাজারবাগ পুলিশ লাইন্সের পরিবহন সুপারভাইজার খলিলুর রহমান বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন।
আরও পড়ুন: কোটা সংস্কার: রায়ের কার্যকরী অংশ প্রকাশ
মামলার এজাহারে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে পুলিশের গাড়িতে হামলা ও পুলিশ সদস্যদের মারধরের অভিযোগ আনা হয়।
রমনা জোনের উপকমিশনার (ডিসি) মোহাম্মদ আশরাফুল বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের সময় শাহবাগে পুলিশ ব্যারিকেড দিয়েছিল। পরে সেটি অতিক্রম করে গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে।
আরও পড়ুন:কোটা আন্দোলন: সর্বোচ্চ আদালতের আদেশ মেনে চলতে সংশ্লিষ্টদের প্রতি ডিএমপি কমিশনারের আহ্বান