শিমুলিয়া ঘাটে শুক্রবার দক্ষিণাঞ্চলগামী যানবাহনের বেশ চাপ ছিল।
চারটি রো রোসহ ১৫টি ফেরি দিনভর গাড়ি পারাপার করছে। সকালে বৈরী আবহাওয়ার কারণে প্রায় আধা ঘণ্টা ফেরি চলাচল বিঘ্নিত হয় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ম্যানেজার মোহাম্মদ ফয়সাল।
তিনি বলেন, ‘বিকেল পর্যন্ত প্রায় ২ হাজার যানবাহন পারাপার করা হয়েছে। বৃষ্টির মধ্যে পণ্যবাহী ট্রাক এবং বেশি সংখ্যক ছোট আকারের যানবাহন পারাপার করা হচ্ছে।’
এছাড়া, ছোট আকারের জলযানগুলোও উত্তাল পদ্মায় যাত্রী পারাপার করেছে।
স্বাস্থ্যবিধি না মেনেই শিমুলিয়া-কাঁঠালবাড়ি এবং শিমুলিয়া-মাঝিকান্দি রুটে ৮৭টি লঞ্চ ও ৩৫০ স্পিডবোট হাজার হাজার যাত্রী পারাপার করেছে বলে তিনি জানান।
শিমুলিয়া ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর হিলাল উদ্দিন জানান, ঢাকা-শিমুলিয়া রুটে সব ধরনের গণপরিবহন চলাচল করছে। ১৪টি পরিবহন কোম্পানির সাড়ে তিন শ বাসে যাত্রী বহন করা হচ্ছে।’