ষড়যন্ত্র প্রতিহত করে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, হাতাহাতি ও ষড়যন্ত্র হবে, তবুও আওয়ামী লীগের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবে এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে এগিয়ে যাবে।
নতুন নেতৃত্ব নির্বাচনের লক্ষ্যে দেশের প্রাচীনতম রাজনৈতিক দলের ২২তম জাতীয় কাউন্সিলে শাসক দলের প্রধান তার উদ্বোধনী ভাষণ দিচ্ছিলেন।
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কাউন্সিলের উদ্বোধন করেন শেখ হাসিনা।
এবারের কাউন্সিলের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন যাত্রা’।
আরও পড়ুন:আ.লীগের ২২তম জাতীয় কাউন্সিলে বিএনপি নেতাদের আমন্ত্রণ
বাংলাদেশ কখনো পিছিয়ে না যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন শেখ হাসিনা।
তিনি বলেন, ‘ইনশাআল্লাহ আমরা জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করব।’
তিনি বলেন, অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে।
তিনি আরও বলেন, একমাত্র আওয়ামী লীগই দেশকে এগিয়ে নিতে ও দেশের উন্নয়ন করতে পারে।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, অশুভ শক্তি দেশকে উন্নয়ন ও সমৃদ্ধির পথ থেকে সরাতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
তিনি বলেন, আমাদের বিরুদ্ধে অপশক্তি যতই ষড়যন্ত্র করুক না কেন, জাতি এগিয়ে যাবে, আমরা জাতির পিতার স্বপ্ন পূরণ করব।
আরও পড়ুন: আন্দোলনের মাধ্যমে আ.লীগ সরকারকে উৎখাত করা এত সহজ নয়: প্রধানমন্ত্রী