অন্তর্বর্তীকালীন সরকারের ১০০ দিন পূর্তিতে আজ (রবিবার) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বিটিভি ওয়ার্ল্ডে এই ভাষণ একযোগে প্রচার করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।
এর আগে, গত ১৫ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছিলেন, সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে।
আরও পড়ুন: অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের অগ্রগতি উপস্থাপন
১০টি সংস্কার কমিশন গঠন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কমিশনগুলো আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে বলে জানান তিনি।
শফিকুল আলম বলেন, ‘ক্ষমতায় থাকার ১০০ দিন পূর্ণ হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ অর্জনগুলোর তালিকা তৈরি করা হবে।’
‘এরপর দেশে কী ধরনের সংস্কার প্রয়োজন সে বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে অন্তর্বর্তীকালীন সরকার।’
নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, নতুন ও গ্রহণযোগ্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও নির্বাচন কমিশনারদের নিয়োগ দিতে একটি সার্চ কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশন গঠিত হওয়ার পর ভোটার তালিকা প্রণয়নের কাজ শুরু করা হবে বলেও জানান প্রেস সচিব।