বিমান বাংলাদেশ এয়ারলাইন্স চলতি বছর (২০২৩) বাংলাদেশি হজযাত্রীদের জন্য প্রি-হজ ফ্লাইট সফলভাবে সম্পন্ন করেছে।
শুক্রবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানিয়েছেন, বৃহস্পতিবার (২২ জুন, ২০২৩) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের দিকে ২৬২ বাংলাদেশি হজযাত্রী নিয়ে শেষ প্রি-হজ ফ্লাইট বিজি৩৩৫ জেদ্দার উদ্দেশে ঢাকা ছেড়েছিল।
আরও পড়ুন: হজ পালনে সৌদি আরব যাচ্ছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
তিনি আরও বলেন, এ বছর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে মোট ৬১ হাজার ১৫১ জন হজযাত্রী নিরাপদে সৌদি আরবে পৌঁছেছেন।
২১ মে থেকে বিমান ১৬০টি প্রি-হজ ফ্লাইট পরিচালনা করেছে।
বিমান হজ কার্যক্রমকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ায় সব ফ্লাইট যথাসময়ে পরিচালিত হয়েছে।
প্রথম ফিরতি হজ ফ্লাইটটি হজযাত্রীদের নিয়ে ২০২৩ সালের ৩ জুলাই ভোর ৬টা ০৫ মিনিটে ঢাকায় অবতরণ করবে।