পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, সবুজ অর্থনীতিতে উত্তরণের জন্য অর্থায়ন, প্রযুক্তি ও উদ্ভাবন গুরুত্বপূর্ণ হাতিয়ার।
তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ সরকার ঐতিহাসিক মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনায় (এমসিসিপি) পরিকল্পিত সবুজ প্রবৃদ্ধির মাধ্যমে ন্যায়সঙ্গত রূপান্তরের দিকে মনোনিবেশ করেছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী ন্যায্য রূপান্তরের লক্ষ্য অর্জনে প্যারিস চুক্তিসহ বিভিন্ন বহুপাক্ষিক প্রক্রিয়ার আওতায় জলবায়ু অর্থায়ন ও প্রযুক্তি হস্তান্তরে উন্নত দেশগুলোর আন্তর্জাতিক অঙ্গীকার পূরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি উত্তর থেকে দক্ষিণ, দক্ষিণ থেকে দক্ষিণের মধ্যে বাণিজ্য সহযোগিতার পাশাপাশি এ ক্ষেত্রে বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
বুধবার(৪ অক্টোবর) রাজধানীতে অনুষ্ঠিত প্রথম বাংলাদেশ ক্লাইমেট অ্যাকশন ফোরাম-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জ (বিএই) আয়োজিত ‘একটি ন্যায়সঙ্গত রূপান্তরের জন্য প্রযুক্তি, উদ্ভাবন ও সহযোগিতামূলক অর্থায়নের মাধ্যমে জলবায়ু অ্যাকশন’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি টেকসই ভবিষ্যত অর্জনে সহযোগিতামূলক পদক্ষেপের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, ‘আমি মনে করি আমরা সবাই জলবায়ু ইস্যু এবং কীভাবে তারা জীবনের সমস্ত কিছুর সঙ্গে সম্পর্কিত তা নিয়ে আরও কথা বলতে শিখছি। আমি মনে করি ক্লাইমেট অ্যাকশন ফোরামে আজ আমরা যা দেখছি তা বৈশ্বিক চিন্তাভাবনা এবং স্থানীয় ভাবে কাজ করার একটি অসাধারণ প্রদর্শন।’
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের উপ-রাষ্ট্রদূত থিজস ওউডস্ট্রা সহযোগিতার মাধ্যমে অর্জিত পরিবেশগত প্রভাব তুলে ধরেন।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের উপ-রাষ্ট্রদূত থিজস ওউডস্ট্রা সহযোগিতার মাধ্যমে অর্জিত পরিবেশগত প্রভাব তুলে ধরেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন মাইকেল ক্রেজা সম্মিলিত পদক্ষেপের ওপর গুরুত্বারোপ করেন।
আরও পড়ুন: প্রবাসীদের অবদান উৎসাহিত করতে ৩০ ডিসেম্বর 'এনআরবি দিবস' ঘোষণা: মোমেন