বাংলাদেশে জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নবনিযুক্ত রিপ্রেজেন্টেটিভ (প্রতিনিধি) হিসেবে যোগ দিয়েছেন সুম্বুল রিজভী।
সোমবার (৯ অক্টোবর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের কাছে তার পরিচয়পত্র পেশ করার পর তিনি এই দায়িত্ব গ্রহণ করেন।
বাংলাদেশে যোগদানের আগে সুম্বুল রিজভী জেনেভায় ইউএনএইচসিআর’র প্রধান কার্যালয়ে আভ্যন্তরীণ বাস্তুচ্যুতি বিষয়ক মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করেছেন।
বাংলাদেশের সঙ্গে ইউএনএইচসিআর’র সম্পর্ক ১৯৭১ সাল থেকে। সুম্বুল রিজভী হলেন বাংলাদেশে সংস্থাটির নিয়োগপ্রাপ্ত দ্বাদশ প্রতিনিধি।
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডির পক্ষ থেকে নিযুক্ত হয়ে তিনি বাংলাদেশে সংস্থাটির সর্বোচ্চ কর্মকর্তা হিসেবে সরকার, মানবিক সংস্থা, সুশীল সমাজ ও শরণার্থীদের সঙ্গে কাজ করবেন।
আরও পড়ুন: ঢাকা আসছেন মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আখতার
তিনি ২০১৮ সালে জাতিসংঘের পক্ষ থেকে একজন সমন্বয়ক হিসেবে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য সকল মানবিক সংস্থার সমন্বিত সহায়তা কার্যক্রমের সূচনা করেছিলেন।
দায়িত্ব গ্রহণের পর সুম্বুল রিজভী বলেন, ‘বাংলাদেশে ইউএনএইচসিআর’র রিপ্রেজেন্টেটিভ হতে পেরে আমি সম্মানিত বোধ করছি। উদার মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করে বাংলাদেশ প্রায় ১০ লাখ রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় দিয়ে যাচ্ছে। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা প্রদান ও তাদের সমস্যা সমাধানে আবার যুক্ত হতে পেরেও আমি উৎসাহী বোধ করছি।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ সরকার, আমাদের মানবিক কার্যক্রমের অংশীদার সংস্থা ও সুশীল সমাজের সঙ্গে আমাদের সম্পর্ককে আমি আরও সুদৃঢ় করতে চাই, যেন রোহিঙ্গা শরণার্থী ও তাদের আশ্রয় প্রদানকারী স্থানীয় জনগণের কল্যাণ নিশ্চিত করা যায়।’