বাংলাদেশে চীন দূতাবাসের সমন্বিত ধারণা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়ের লক্ষ্যে সম্প্রতি বাংলাদেশি থিংক ট্যাংকের একটি প্রতিনিধি দল চীন সফর করেছেন।
শনিবার রাতে ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস বলেছে, সফরকালে প্রতিনিধি দলটি চায়না ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজের স্কলারদের সঙ্গে বঙ্গোপসাগর অঞ্চলের পরিস্থিতি, চীন-বাংলাদেশ সম্পর্ক, 'বেল্ট অ্যান্ড রোড' সহযোগিতা বিষয়ে গভীরভাবে মতবিনিময় করেন।
আরও পড়ুন: বাংলাদেশকে অবিরাম সহযোগিতার আশ্বাস জাপানি ভাইস মিনিস্টারের
তারা পিকিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে সাউথ এশিয়া রিসার্চ সেন্টারের উন্নয়ন এবং পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষার পাঠদান ও গবেষণা বিষয়ে আলোচনা করেন।
রাষ্ট্রদূত ফারুক সোবহানের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (বিইআই) ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) স্কলাররা।
আরও পড়ুন: দেশীয় ব্র্যান্ডের গাড়ি তৈরিতে দ. কোরিয়ার সহযোগিতা চাইলেন শিল্পমন্ত্রী
ইউরেনিয়ামের প্রথম চালান গ্রহণ, পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারীদের ক্লাবে বাংলাদেশ