সরকারি চাকরি আইন (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ এর খসড়া বাতিল ও প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করেছে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা ও কর্মচারী ঐক্য পরিষদ। শনিবার (২৪ মে) সচিবালয়ে এই বিক্ষোভ করেন তারা।
গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে ‘সরকারি চাকরি আইন ২০১৮’-এর সংশোধনী খসড়ার অনুমোদনের পর এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হলো।
বক্তারা এই অধ্যাদেশকে ‘দমনমূলক’ ও ‘কালো আইন’ হিসেবে আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের দাবি জানান।
পরিষদের সভাপতি মো. বদিউল কবির বলেন, ‘এই খসড়ায় পুরোনো কিছু বিশেষ আইনের কঠোর ধারা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে খুব সহজেই কোনো কর্মকর্তা-কর্মচারীকে শাস্তি বা চাকরিচ্যুত করা সম্ভব হবে।’
তিনি আরও বলেন, ‘প্রস্তাবিত অধ্যাদেশটি সংবিধানের সঙ্গেও সাংঘর্ষিক এবং এটি পুনর্বিবেচনা করা উচিত।’
বদিউল কবির বলেন, ‘সরকারি চাকরি আইন, ২০১৮-তেই ইতোমধ্যে সব বিধি-বিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। সেখানে নতুন করে দমনমূলক ধারা যোগ করে অধ্যাদেশ জারি করা অগ্রহণযোগ্য। এটি একটি কালো আইন, আমরা এটির তাৎক্ষণিক প্রত্যাহার চাই।’