‘দৈনিক প্রথম আলোর’ সাংবাদিক রোজিনা ইসলামকে 'ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১' প্রাপ্তিতে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আর্টিকেল ১৯।
তিনি নেদারল্যান্ডসের আমস্টারডাম-ভিত্তিক সংস্থা ফ্রি প্রেস আনলিমিটেড দ্বারা উপস্থাপিত ‘মোস্ট রেজিলিয়েন্ট জার্নালিস্ট -২০২১" বিভাগে পুরস্কার জিতেছেন।
বুধবার এক প্রেস বিবৃতিতে, আর্টিকেল ১৯ এর বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক ফারুক ফয়সেল বলেছেন, আর্টিকেল ১৯ এর পক্ষ থেকে, আমি রোজিনা ইসলামকে রেজিলিয়েন্ট জার্নালিস্ট ২০২১ ক্যাটাগরিতে ‘ফ্রি প্রেস অ্যাওয়ার্ড-২০২১’ পাওয়ার জন্য অভিনন্দন জানাতে চাই।
আরও পড়ুন: কারাগার থেকে মুক্ত হলেন সাংবাদিক রোজিনা
ফয়সেল বলেন, সাংবাদিক ও মুক্তচিন্তার মানুষের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হয়রানির ঘটনা বেড়েই চলেছে এবং সততা ও সাহসিকতার সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার জন্য রোজিনা ইসলামের এই পুরস্কার দেয়া হয়েছে ।
রোজিনা ইসলাম তার পেশাগত দায়িত্ব পালনের সময় ২০২১ সালের ১৭ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঁচ ঘণ্টা আটক ছিলেন।
ফারুক ফয়সেল বলেন, মুক্ত গণমাধ্যম ও সাহসী সাংবাদিকতা সমাজে জবাবদিহিতা নিশ্চিত করে।
তিনি বলেন, রোজিনা ইসলাম প্রতিকূলতার মধ্যে অনুসন্ধানী সাংবাদিকতা চালিয়ে যাচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। রোজিনা ইসলামের পাসপোর্ট বাজেয়াপ্ত হওয়ায় তিনি নেদারল্যান্ডসের দ্য হেগে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি, যা অত্যন্ত লজ্জাজনক।
আরও পড়ুন: জামিনে মুক্তি পেলেন প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইমলাম
আর্টিকেল ১৯ রোজিনার বিরুদ্ধে মামলা প্রত্যাহারের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। এবং তার পাসপোর্ট, মোবাইল ফোন ও অ্যাক্রিডিটেশন কার্ড ফেরত দেয়ার দাবি জানিয়েছে।