ছাত্রলীগের সাবেক নেতা, তরুণ লেখক ও গবেষক আবদুল্লাহ হারুন জুয়েলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার (২ আগস্ট) এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি সমবেদনা জানান।
জুয়েল আওয়ামী লীগের ২২তম জাতীয় কাউন্সিল প্রস্তুতি কমিটির দপ্তর বিষয়ক উপকমিটির সদস্যও ছিলেন।
এছাড়া ছাত্রলীগের সাবেক এই নেতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আজ ভোরে রাজধানীর শান্তিনগরের নিজ বাসায় মারা যান আবদুল্লাহ হারুন জুয়েল (৪৮)। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন: হাসান আবিদুর রেজা জুয়েলের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক