কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের হত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার করা হয়েছে।
এসএস এগ্রো কমপ্লেক্সের মালিক এবং ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য মজুমদারকে গুলশানের একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়ার পর অন্য মন্ত্রী ও সংসদ সদস্যদের সঙ্গে আত্মগোপনে চলে যান মজুমদার।
পুলিশ জানায়, মজুমদারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, তার বিরুদ্ধে এরই মধ্যে একাধিক মামলা রয়েছে।
কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যার ঘটনায় কাফরুল থানায় দায়ের করা হত্যা মামলার সঙ্গে সাবেক এই প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার তাকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাইবে পুলিশ।