মহান বিজয় দিবসের দিন সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে একাত্তরের মহান মুক্তিযুদ্ধ ও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের কর্মীরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষার্থীরা।
পুষ্পস্তবক অর্পণের পর শিক্ষার্থীরা এক মিনিট নীরবতা পালন করে ২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।
আরও পড়ুন: পতিত স্বৈরাচার-দোসরদের বিচার সাংবাদিক ও পর্যবেক্ষকদের জন্য উন্মুক্ত: প্রধান উপদেষ্টা
শ্রদ্ধা নিবেদন শেষে বৈষম্যবিরোধী আন্দোলনের জাবি শাখার আহ্বায়ক আরিফুজ্জামান উজ্জ্বল বলেন, ‘বৈষম্যহীন বাংলাদেশ গড়ার গণআন্দোলনে শহীদদের আত্মত্যাগের ঋণ আমরা কোনো দিন শোধ করতে পারব না।’
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক ফারহানা বিনতে জিগার ফারিনা বলেন, 'আমরা ৭১ দেখিনি, কিন্তু দেখেছি ২৪।’ গণহত্যার জন্য স্বৈরশাসক হাসিনা ও তার সহযোগীদের বিচার করা না হলে ২৪ সালের গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি অবিচার করা হবে।
আরও পড়ুন: বিজয় দিবসের র্যালি করল ঢাকা মহানগরী উত্তর জামায়াত