ছাত্র-জনতার একদফা আন্দোলনে হামলায় জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন সাভার উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মনির হোসেন সাদ্দামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) রাতে সাভার পৌর এলাকার দক্ষিণ রাজাসন ঘাসমহল থেকে সাভার মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার সাদ্দাম দক্ষিণ রাজাসন ঘাসমহল এলাকার বাসিন্দা মঞ্জুর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, ছাত্র-জনতার একদফা আন্দোলনের সময় হামলা ও গুলির ঘটনায় সরাসরি অংশ নেওয়ার অভিযোগে সাদ্দাম দীর্ঘদিন পলাতক ছিলেন। পরিস্থিতি স্বাভাবিক ভেবে সম্প্রতি এলাকায় ফিরে তিনি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ব্যাপারে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা জানান বলেন, মনির হোসেনের বিরুদ্ধে সাভারে ছাত্র হত্যার অভিযোগ রয়েছে। আজ শুক্রবার (৬ জুন) তাকে আদালতে পাঠানো হয়েছে।
গত বছরের ৪ ও ৫ আগস্ট বৈষম্যবিরোধী ব্যানারে ছাত্র-জনতার একদফা আন্দোলনের অংশ হিসেবে সাভার ও আশুলিয়ার বাইপাইলে শিক্ষার্থী ও জনতা জমায়েত হয়। এ সময় আন্দোলনকারীদের ওপর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়, যাতে শতাধিক মানুষ নিহত ও হাজারের বেশি আহত হয়।