ঠিকানা পরিবহনের একটি বাসের ধাক্কায় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পূর্ণবাসন কেন্দ্র- সিআরপির নার্সিং কলেজের প্রথম বর্ষের ছাত্র প্রত্যয় কুমার সরকার নিহতের ঘটনায় বাসের চালক ও হেলপারের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক শাস্তি, উপযুক্ত ক্ষতিপূরণ ও নিরাপদ সড়কের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেছে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা।
রবিবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে প্রথমে মানববন্ধন করে লোকান লেন অবরোধ করে বন্ধ করে দেন শিক্ষার্থীরা।
পরবর্তীতে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত শিমুলতলা সিআরপি গেটে ঢাকা-আরিচা মহাসড়কের ৪টি লেন অবরোধ করে বন্ধ করে দেয় অবস্থান নেয় তারা।
এতে ব্যস্ততম ঢাকা-আরিচা মহাসড়কের হেমায়েতপুর থেকে নবীনগর পর্যন্ত দূরপাল্লাহ স্থানীয় সব যানবাহন দীর্ঘযানজটের কবলে পড়ে। চরম ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। পরবর্তীতে সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে তাদের সব দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক থেকে অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয়।