সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১২। এ সময় ৫১৭ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
বুধবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলো-দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার দক্ষিণ কৃষ্ণপুর গ্রামের মামুন আকন্দের ছেলে মো. রবিউল ইসলাম (২৯), একই জেলার বীরগঞ্জ উপজেলার কল্যানী বাজার গ্রামের নূর ইসলামের ছেলে মো. রব্বানী (৩৫) ও দিনাজপুর জেলা সদরের কুসুম্বি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে মো. শাকিল ইসলাম (২১)।
আরও পড়ুন: কুড়িগ্রাম সীমান্তে ভারতীয় নাগরিক গ্রেপ্তার
র্যাব-১২’র সহকারী পুলিশ সুপার (অপারেশন কর্মকর্তা) মো. উসমান গণি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫১৭ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ১টি ট্রাক জব্দ করা হয়। তারা দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত ছিল বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।